আমার আঙুলের ডগায় দুঃখ সব ঝুলে রয়।
আঙুল যেনো ঝোলান দুঃখের ভর না সয়।
দুঃখ ভরা তারার ভার বহনে ব্যথিত হৃদয়।
নুয়ে-খুয়ে পড়ে ক্ষয়ে-ক্ষয়ে হয় তার ক্ষয়।
আছড়ে যে পড়ে অশ্রুঢেউ চোয়ালে নির্ভয়।
কাঁদে দেহ, কাঁদে মন, কাঁদে ভীষণ উভয়।