কে কী বলে! নেতা জনতা, কাণ্ডজ্ঞানহীন, কে কান পাতে কবে কার সালিশে নালিশে।
খায়েশের দাস, আয়েশী তোষকে হৃষ্টপুষ্ট তুষ্ট শরীর, মন ভরে বাহারি সব আহারে।
ঢেকে আছে মাংসের শহর, মেদের নগর, মদের নহর, রঙ পোষাকের বর্ণীল বাহারে।
বেঘোর ঘুমে ঘুমিয়ে মানুষ, বেহুঁশ, পুতুলের মতো, তুলতুলে তুলোর নকশি বালিশে।
কে শুনে কার দুঃখ কষ্ট, বেদনার আবদার, উদ্বাস্তুর হাহাকার, মানবতার আর্ত চিৎকার!
রহস্যের কুয়াশা! বিস্মিত নীরবতা রাজমহলে, পৃথিবীর পথে প্রান্তরে, মরু সাহারা।
অশ্রু রক্ত ঝরে, খালি করে মায়ের বুক, নিজ ভিটে-বাড়ি ছাড়া, আশ্রয়হীন স্বজনহারা।
মমীর দেশে শেষে মানুষ নেই যেনো গগনবিদারী চিৎকার শুনবে কেউ আল-আক্বসার!