আর কতো কাল এভাবে মুখ গুঁজে রাখবে-
মর্মর শুকনো মরা ঝরা পাতাদের আড়ালে?
কতো কাল এভাবে ঠোঁটে আলতা মেখে-
চোখের দৃষ্টিকে বন্ধক দিবে গাছের ডালে?
এভাবে আর কতো কাল ভেসে যাবে-
গড্ডালিকার গন্ধক কালো জলের তলে?
কতো কাল এভাবে গোটা কুলুপ এঁটে হেটে-
বেড়াবে দিগন্ত, দিবস রজনী, অপ্রয়োজন?
খুঁজে দেখো নদীর ধারে যে সব লাশ পড়ে-
সেখানে তোমারও আছে কোনো আপনজন।
অথচ, লাশের মিছিলেও নিছক শান্তি খুঁজি,
রক্তগঙ্গায় ভেসে যেতে যেতেও স্বপ্ন আঁকি।
চোখের সামনে সমুদ্র, বাতাসও বড্ড তেজি,
ঘোর অমাবস্যা, নীরব হারিয়ে যাওয়াই বাকি!