সকালে জাগার আগে নিঃশব্দ পলায়ন ভোর বেলায় রক্ত ঝরায়,
কোনো জন্তুর আঘাতে ক্ষতবিক্ষত হওয়ায় রক্তে লাল হয়ে যাওয়া একটা আকাশ,
নিভৃতে বসে কাঁদা আলেয়ার আলো,
লেপ্টে থাকা আঘাত,
অথবা শুকিয়ে যাওয়া ঘা-য়ে পুঁজ,
চুপচাপ দুপুর,
ঝুপঝাপ বেত বাগান,
বিকেলের উঠোনে দুপুরের কান্নাস্রোত,
সন্ধ্যায় ভেজা চুলের অঞ্জলি,
মুরগীর বাচ্চাদের শুভ্রতা,
রাজবাড়ীর পুকুরে রাজ হাসের পাল,
ছাদের দখিন কোণায় এক যুগলের মোগল সুবেদারের ঐতিহাসিক বিষয়ের আলোকপাত,
অবশেষে আঁধার নেমে এলে শিশুদের চিৎকার,
খরগোশের বাচ্চার মতো হেঁটে আসা কালো রাত মেঘে ঢাকা,
বিজলীর আলোর সঙ্গে নববধূর ভীতির চোখ,
অপেক্ষার ধূসর বিষন্ন ভগ্ন হৃদয়,
পতির পূণ্যে সতীর স্নান,
গোটা দেহে ধ্বংসাবশেষ,
হৃদয়ে ঘূর্ণিঝড়,
দু'চোখে উপচে পড়া রুপালি নদী,
গলে পড়া মাটির শরীরে সঞ্চারিত গহনা,
যুদ্ধ জয়ের অকল্পিত আনন্দ,
অবহেলার অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হওয়া একটা কবর,
অজ্ঞাত সাম্রাজ্যের পথে আহ্বান জানিয়ে ছিঁড়ে পড়ে পাতার পোশাকের মতন,
ঝড়জলে ধুয়ে মুছে নিখুঁত আতিথেয়তা,
মর্মান্তিক আরেকটি সকাল,
উঠোন ভর্তি রোদ,
সূর্যের আলোয় পুড়ে যাওয়া একটি তুলসীগাছ,
আরেকটা হাহাকার।