রাস্তার ধারেধারে ঝলঝল জ্বলছে কতশত কাতর চোখ,
আতঙ্কিত লজ্জিত শঙ্কিত দ্বিধান্বিত দুরুদুরু ব্যথিত বুক,
মোড়ে মোড়ে জমেছে তারা শুকনো দেহ মলিন মুখ।
নারী শিশু সহ বৃদ্ধরা হয়েছে শামিল আঁধার ঘেরা রাতে,
ব্যাপক না-বলা কথা চোখে, লজ্জা শুধু হাত বাড়াতে,
সহায়-সম্বলহীন ক্ষুধার জ্বালায় দিশেহারা প্রাণ বাঁচাতে।
কী করি হায়, কী আছে প্রভু কপালে তাদের অজানা,
ক্ষুধার রাজ্যে নিষ্ঠুর সবি প্রিয় মুখগুলোও বড্ড অচেনা,
ক্ষুধার দহনে প্রাণ হননে নীরব চলছে মৃত্যুর ক্ষণ গণনা।
প্রভু হে, স্রেফ একবার তাকাও তুমি করুণার দৃষ্টি ভরে,
তোমার ক্ষোভ ঝেড়েছো তো খুব 'করোনা'র সৃষ্টি করে,
ক্ষমা করো এবার, দয়া করো কিঞ্চিৎ দুর্বল বান্দারে।