যাদের কোনো ভাষা নেই-
তাদেরও কিছু ভাষা আছে,
                    আশা আছে,
                        ভালোবাসা আছে।
আশা নিরাশা হতাশার দুর্বিষহ সায়াহ্নে-
তাদেরও সহসা বর্ষা নামে আখেঁর বাঁকে।
ভাসা আছে তাদের চক্ষের কক্ষে-
গোপন সব ভাষা, বিচিত্র সব চিত্র আঁকে।
আশাহীন মানুষেরও কিছু আশা থাকে,
হৃদয় গহীন-
    আশা ভর্তি নিরেট এক বাসা থাকে।
আশার সমস্ত ভাষা বশ হয়ে-
ভাষাহীন সেখানে আমৃত্যুই বসা থাকে।