আকাশে আজ মেঘ জমেছে আকাশ সমান,
কালো মেঘের আঁকি-বুঁকি গোটা আসমান।
এ বুঝি নামলো আকাশ ভেঙে বৃষ্টির দল,
আষাঢ়ের শেষ রাত, শ্রাবণের দিন বদল।
বারান্দায় বসে মেঘে' সৌন্দর্য দেখে হাসে
যুগল কবুতর, লাল নীল ফুল সবুজ ঘাসে।
সর্ষে ইলিশে সাজানো পাত, ভাতে সুঘ্রাণ,
ভরপুর ভুরিভোজের উল্লাসে উতলা প্রাণ।
ভিন্ন দরজায় প্রাণ যায় যায় দুশ্চিন্তা বেশ,
কর্মহীন রহিম মিঞা বহুদিন দুঃখ অশেষ।
বানের জলে ভেসে গেছে কাজ ন'দশদিন,
ফুটো চালে ঘর ডুবে, উনুনেও আগুনহীন।
অনাহারে সংসারে চলে কান্নাকাটির রোল,
বৃদ্ধা মার অনাহারে হারিয়েছে মুখে বোল।
বৃষ্টি-বৃষ্টি মিষ্টি শীতল বাতাস কারো সুহাস,
বর্ষার অতি বর্ষণ কারো করে খুব সর্বনাশ।