আমার চারপাশে মিলেমিশে দু'চারটা কঠিন বাঁধ দিয়ে দাও,
আমি বদ্ধই থাকতে চাই, আবদ্ধই কাটিয়ে দিতে চাই জীবন।
আমি এমন তাজা রক্তভেজা প্রভাত ও দুপুর দেখতে চাইনা,
থ্যাঁতলা মাংসের স্তূপের আড়াল কালো রাত দেখতে চাইনা,
আমি দুই চোখের সীমানায় অসীম দেয়াল টেনে দিতে চাই।
দৃষ্টির পৃষ্ঠে পৃষ্ঠে পাথর গেঁথে আঁধারেই মেতে থাকতে চাই।
আমি ক্লান্ত-শ্রান্ত, নির্যাতিত-নিপতিত, আমি দলিত-মথিত,  
আমি ভূপাতিত, নিপীড়িত-নিগৃহীত, আমি তো অনড়-অসর,
আমি দণ্ডিত-খণ্ডিত, দুঃখ-দুর্দশায় জর্জরিত, খুব শীঘ্র নশ্বর,
আমি ক্ষরিত, অনাহারে-অর্ধাহারের নষ্ট সমাজের ক্ষীণ মুর্তি।
আমি এক বিরল সাক্ষী আশ্চর্য এক নষ্ট বিশ্বাস, নষ্ট বিশ্বের।