ও মন, কেনো গো এমন কাঙালি যেমন পেতে আছো হাত,
এমন অজুহাত, আঘাত সংঘাত, কুপোকাত, নশ্বর এ বিশ্বের তরে!
ভোলে ভুল শুদ্ধ, যুদ্ধ আপন পরে, কেনো গো নিলে এমন
দু'দিনের দুনিয়ারে অন্তরে বাহিরে, রাতদিন, এতোটা আপন করে!


গাড়ি বাড়ি কানাকড়ি, বাড়াবাড়ি ছাড়াছাড়ি, কাড়াকাড়ি ধনমান,
মিছেমিছি একদম, দম বন্ধ হলেই তো সব অসম্ভব পর।
কী আছে নিবে সাথে নিভে গেলে দীপ অচিন দ্বীপে, এই কালো-
রাতে, প্রভাত কী দেখবে আবার কী বিশ্বাস, আলোতে লহর!


কী আশা পাও মনে, ক্ষণেক্ষণে আনমনে, কীসের এতো লুকোচুরি,
চুপিসারি কান পেতে শুনেছো কি আত্মার আর্তনাদ,
                                          গোপন আহাজারি, হাহাকার?
যতো দুঃখ শোক জরাখরা, হারানোর সন্তাপ, অজ্ঞাত ব্যথা বেদনা,
তুমুল কষ্ট ক্লেশ, সবি প্রতিদান অশেষ এই মর্ত্যকে ভালোবাসার।


বলো, কখনো কি সুখপাখি ডানা ঝাপটিয়ে করেনি-কো সাবধান,
কেউ দৃষ্টির সামনে আহত কুয়াশা সরিয়ে দেয়নি সত্যের জ্ঞান!
এসো, হৃদয়ের আন্দোলনে করি খুব সত্য সুন্দর ন্যায়ের সন্ধান,
ছেড়ে মিছে মরীচিকা আজ গাঢ় মাটির টানে গড়ি নিষ্ঠার সমাধান।