ক্ষমাবৃক্ষের মগডালটা ভেঙে পড়েছে,
                        আট বিশটা পাতাও ঝেরেছে হুটহাট।
এই ভাঙা এই ঝরার কারণ জিজ্ঞেস-
                         করতেই বৃক্ষ লজ্জা পেয়েছে বিরাট।
এই হৃদয়ের দীর্ঘ ব্যাকুলতা দেখে-
                     বেঁকে নিচু উত্তরে বলে ওঠে ফিসফিস।
কী করে করো ক্ষমা বেঈমানির!
                        মুনাফেকের দল জিইয়ে রাখে বিষ!
কী করে করো ক্ষমা প্রতারণার!
ঘাতকের দল বিশ্বাসঘাতকতার ছোবলে-
                                  ছারখার করে দিবে নিমিষ।
কী করে করো ক্ষমা দালালির!
দলিল করে বেছে দিবে বেশ পুরোনো প্রেম,
           প্রেমিকার হাত, ভিটেমাটি স্বদেশ,
                                    খুচরো পয়সায় দশ বিশ।
যতো করো ক্ষমা এসব সর্বনাশের সর্বগ্রাসের,
ত্রাসের সরস ভূমি তুমি করো চাষ বারোমাস।
যতো করো ক্ষমা এসব আত্মঘাতী আঘাতের,
অশ্রুরা জমে জমে জমিয়ে তোলে ঘোলাটে জলোচ্ছ্বাস।
যতো করো ক্ষমা এসব বিষাক্ত দাঁতের শক্ত ছোবল,
ক্ষমারাও কষ্ট পায়, বৃক্ষের ডালপালা ভাঙে,
                         লতাপাতা ঝরে, মেঘলা আকাশ।
তুমি ক্ষমা করো না এই বেঈমানির, মুনাফেকির, দালালীর,
                               আত্মঘাতী বিশ্বাসঘাতকের দল।
তুমি দল মলে পায়, ভাই পুড়িয়ে ছারখার করো ছাই,
          যতো ঘাতকের দল, লেবাসধারী মুনাফেক সকল।