খাঁচায় আটকে পড়ো না পাখিদের মতো,
আটকে পড়া পাখিদের তো ডানা আছে,
তোমার তো তাও নাই যে ডানা ঝাপটাবে!!
আটকে পড়ো না কোমল মখমল খাঁচায়,
অন্ধকারাচ্ছন্ন এই পিঞ্জরে বন্দি হয়ো না,
বন্দি হয়ো না কভু কায়া-মায়ার শিকলে।
এই পার্থিব রূপ-লাবণ্যই প্রকৃত শিকল।
মুক্ত করো নিজেকে, উদ্ধার করো এবার।
নিয়োজিত করো গো আবার চরণে স্রষ্টার।
নির্জনতাকে সঙ্গ করো, নীরবতা অলঙ্কার।
সমর্পণ করো নিজকে, গোলাম হে স্রষ্টার।