আয় তুই গা ঘেঁষে বস, খানিকটা খুব জড়িয়ে ধর,
আরেকটু তুই ছুঁয়ে দেখ-তো হাতে কপালের জ্বর।
এগারোটা দিন পুড়ছি বেশ, পুড়ে পুড়ে ছাই অধর,
অলস শুয়ে বসে এমন, এভাবে পড়ে রই দিনভর।
কেমন জানি লাগে না ভালো, কোনো আপন পর,
ভেঙে ভেঙে যাচ্ছে যেমন, খরা খুব বাহির অন্দর।
ঝিমঝিম মাথাধরা ভাব, গলা শুকিয়ে ভীষণ কাঠ,
পেট ভারী, বমি ভাব, জিভে লেগেছে শক্ত কপাট।
চোখ ঝাপসা ভ্যাপসা, দূরের দৃষ্টি অস্পষ্ট ঘোলাট,
আরেকটু বস বুকের পাশ, পড়-তো চোখের পাঠ।
গা ম্যাচম্যাচ শীতানুভূতি, ভাঙছে গায়ের চৌকাঠ,
ছটফট বুকের গহন, আরেকটু ছুঁয়ে দেখরে ললাট।