এতো আবোলতাবোল ভাবনা কীসের?
পরের চিন্তা পরে করো, আগে ভাবো ভালোমন্দ নিজের।
দিন-দিন কপালে মলিন চামড়ার ভাঁজ,
বাদ দাও-না ওসব, সবদিকেই সবেগ বাড়ছে ধান্দাবাজ।
ছেড়ে দাও চাকরিটা, নিজে করো কিছু,
আর কতো খেটে-খুটে ঠকে-ঠেকে ছুটবে মিছে স্বপ্ন পিছু!


ভুলে যাও-তো ওসব চাকরি চাকর ভাব,
মাস শেষে যৎ-সামান্য মাইনের অভাব।


গোটা দিন সকাল সন্ধ্যা খেটে মরো-না বন্দিদশায়,
দৌড়ো না আর এ-রাস্তা ও-রাস্তার মোড়ে হামেশা।


অফিসের বড়ো স্যারদের মেরেছো অনেক স্যালুট সালাম,
তাদের স্বার্থে সাধু সাজছো, তদের স্বার্থেই যতো আকাম।
তারা-ই চায় তাদের কাছে সাধু দরবেশ ফেরেশতা থাকো,
অন্যের কাছে ঠক অসাধু, পরের বুকে ছুরির নকশা আঁকো।
প্রাণপণে চেষ্টা করো, এক মন ধ্যানে, সফল হবে নিশ্চিয়,
এখনো সময় আছে, সুযোগ আছে, বয়সও তো বেশি নয়।


খারাপ হবে না ভেবে দেখো, শুরু করো নিজ ব্যবসা কোনো,
পৃথিবীর দুই-তৃতীয়াংশ আয় স্রেফ ব্যবসা থেকে হয় এখনো।