আজকাল আয়নার সামনে গেলে বেশ বিস্ময় লাগে, অবাক হই।
কতোটা বদলে গেছি, বদলে যাচ্ছি! তিলতিল, রত্তিরত্তি নিয়তই।
চেয়েছিলাম সজীব জীব, একটা প্রাণবন্ত প্রাণ, জীবন্ত যে জীবন।
অথচ, আজকাল বাঁচার চেয়ে ঢের মরতে শিখে গেছি, প্রতিক্ষণ।
শিখে গেছি জীবনের শব্দে শব্দে মরণের ব্যাকরণ, মৃত সাজতে।
বুঝে গেছি জীবনের কোলে মাথা রেখেই মৃত্যুকে জড়িয়ে ধরতে।