চলো আজ কুয়াশা ঘোর চাদর ডিঙিয়ে যাই এগিয়ে,
চলো যাই ধীরে ফসলের বুক চিরে, গুটি গুটি পায়ে,
চলো ঘুরি আজ রিক্ত ভেজা পায়ে নরম আল বেয়ে,
চলো সবে ফেলে সব কাজ মুক্ত ঘুরি প্রাণের গাঁয়ে,
চলো আজি শীতল সোহাগ মাখি উদোম কৃষ্ণ গায়ে।
চলো ফেলে আসা স্মৃতিময় পথেই ফের যাই হারিয়ে,
চলো খুঁজি শৈশব এলোপাথাড়ি পথচলা ডানে বাঁয়ে,
চলো ফেনিল শুভ্র জলখেলায় নিজেকে যাই বিলিয়ে,
চলো খানিক বে-হিসেব ভাসি কাদামাখা ডিঙি-নায়ে,
চলো আজ জীবনে যতো সব প্রয়োজন যাই মাড়িয়ে,
চলো বাঁচি উল্লাসে জটিল সমীকরণের দুঃখ তাড়িয়ে।