অথচ তোমার মধ্যে লুকিয়ে থাকা মানুষটা-ই
তোমার সর্বনাশ করছে, চরম সর্বনাশ একাই।
অথচ তোমার মধ্যে মিশে থাকা সে মানুষটাই
চরম সর্বনাশ করছে, ব্যাপক সর্বনাশ, একাই।
অথচ, আজ কোত্থাও স্বস্তি নেই, নেই কোনো-
অবগাহন, পারস্পরিক মমত্ব-বোধ ও বন্ধনও।
আস্থা নেই কোনো, ভেঙে গেছে বিশ্বাস যতো,
থরথর ভেঙে গেছে পারদ ভরা কাচের মতো।


উঠে গেছে সব আশা ভরসা ভালোবাসা হতে।


অথচ তোমা' ভিতর নিভৃত বাস করে অমানুষ।
তোমা' গহীন খুব সংসার পাতে বড্ড অমানুষ।
তোমাতে বংশ বিস্তার করে এক ঝাঁক অমানুষ।
তোমার স্বত্বায় একাকার হরেক রকম অমানুষ।