বিস্তৃত হয়েছে ব্যর্থতার আর্তনাদ!
মানুষ মুঠো-ভর্তি সান্ত্বনা দিয়েছে,
নিজের গালেও মেখেছি মেকি রঙ,
ঝড় বইছে ভীষণ অজানা জনপদে,
হাওয়ায় উড়ে উড়ে যায় স্বপ্ন স্বাদ,
নদীর জলে ভাসে আবাস নিবাস,
ব্যাঙের গায়ে দারুণ জ্বরের থাবা,
অনাহারী কুকুরও খোঁজছে আহার,
গা কচমচ দিয়ে উঠে দাঁড়ায় গাধা,
হরিণীর পায়ে পচন ধরেছে দেখি,
বিষন্নতায় মা পাখি ঝিমোয় ঢালে,
চিৎকার দিয়ে কান্না করছে মানুষ,
আমি অসহায়, বড্ড অসহায় যে!!