আজকাল খুব কথা বলার কোনো মানুষই যে নেই,
ব্যস্ত ঘোড়ার খোঁড়া জীবন চলে ধিন ধিন ধেইধেই।
বিশালাকার এক বন্দিশালায় ঘুণে ধরা আবেগ জমা,
ভুলবশত আবেগী মন হাসতে গেলে পায়-না ক্ষমা।
ব্যস্ত জীবন মস্ত ব্যস্ত সবে সস্তা কাজের বস্তা চাপে,
আস্ত একটা যান্ত্রিক জীবন ব্যস্ত ঘড়ির দাগ মাপে।
ঘড়ির কাঁটায় পেটের দায়ে চট জলদি ছুটছে জীবন,
জীবিকার তরে জীবন ত্বর দৌড়, হাসি মুখে কাঁদন।
হাসির খোলসে সারি সারি কান্নারা আছে পাশাপাশি,
প্রয়োজন সব প্রিয়জন নেই, মেকি ভালোবাসাবাসি।
মিছে হাসির নিচে কী আছে পিছে অজ্ঞাত কারণ,
হাসির বিষে মিশে পিষে মরা মন, দুঃখ বলা বারণ।
কোনো হাসিতে মনের অসুখ হেসে হেসে হয় খুন,
কোনো হাসিতে রক্তক্ষরণ বেজায় বেড়ে বিশ গুন।
কেউ কি দেখে কোন হাসিতে শুকিয়ে কাঠ এ'বুক,
কোন হাসিতে অঝোর বারিষ উন্মুখ মুখও হয় মূক।
কার আছে অতো সুযোগ সময়! সমস্ত ব্যস্ত ভীষণ,
সুখে দুঃখেও খবর নেবে ভেবে মন খারাপের ক্ষণ!
মনের কোণে তুফানি ঝড় ওঠে ঘাটে ভিড়লে স্মৃতি,
সঙ্গী সাথী বন্ধুরা সব দূর দূরান্ত মেনে জীবন রীতি।