মাঝে মাঝে বাতাসেরও অদ্ভুত কিছু ঘ্রাণ পাই,
বুক ফুলিয়ে দীর্ঘ আরো দীর্ঘতর কিছু শ্বাস নিই,
চারদিক দেখি, তেমন কিছুই নেই আশেপাশে।


এই যে মনে হলো- পাশেই কোনো না কোনো
সুস্বাদু সুমিষ্ট ফলের বৃক্ষ, কিংবা ফুলের চারা।


হয়তো বাতাসের কিছু গন্ধ থাকে অন্তত,
দূর থেকে বাতাসে ভর করে ছুটে আসে তারা,
মানুষের হৃদয়কে করে তুলে পরম শান্ত,
                   অথবা ক্ষেত্রব্যাপী দিশেহারা।