আজকাল ব্যস্ততার ছাঁচেই পুড়ছে মানুষ বেশ,
পুড়ে পুড়ে শেষ তবু হারানো সময়ের রয় রেশ।
বেরসিক সময় সমন্বয়হীনতার অভাবে ভাবে;
বেসামরিক মন ক্ষণেক্ষণে রঙ বদলায় এভাবে!
নাগরিক বিষণ্ণতা ধীরেধীরে বিষাদে দানা বাঁধে,
দগ্ধ হৃদয়ের ক্ষতগুলো অঝোর ধারায় কাঁদে।
যেটুক সময় বেঁচে থাকার মুছে যাওয়া অস্তিত্ব,
মানুষে বড্ড বিরাজমান আসমান সমান দূরত্ব।