আজকাল নিজেকেই ভীষণ একা একা লাগে,
বুকের ভিতর শূন্যতার বিস্তর এক চর জাগে।
যদিও পাশে ছিলো না কেউ, কেউই কখনো,
তবুও মনে হয় কারো বিশাল শূন্যতা এখনো।
শত্রুদের আক্রোশ আক্রমণও চলমান আছে,
এই হৃদয়ের পরাজয়ে আনন্দ উল্লাসে নাচে।
বাঁচতে কষ্ট হয় না, যদিও চারিদিকে অশান্তি,
হৃদয় ভর্তি বেদনার দহন, মনোকায় ক্লান্তি।
এভাবে চীরকাল মেঘে মেঘে কেটে যায় দিন,
নেই দশ দিক রাঙিয়ে সূর্যালোকেরও সুদিন।  
অভিমান অভিযোগ,
প্রতিবাদ প্রতিশোধ,
কী এক যন্ত্রণা, কিছুটা প্রতিরোধে ভাষাহীন,
বিস্তর অনুতাপে পুড়ি, ওড়ি...
                  ভারি মেঘাচ্ছন্ন আকাশ লীন।