বেশ! বীর পুরুষ! ক্ষমতাটা কামিয়ে নিলে কানুন করে, মহা এ অর্জন,
খোয়ে দিলে মনাবতার মহানুভবতা, ধীরে ধীরে দিলে মনুষ্যত্ব বর্জন।


নেতা নেত্রীর নাম ভাঙিয়ে সৃষ্টি করেছো নৈরাজ্যের মহা এক সাম্রাজ্য,
চেলাপেলা আর চামচারা যে দাপিয়ে বেড়ায় বুক ফুলিয়ে সারা রাজ্য।


ইচ্ছেমতো লুটেপুটে খাচ্ছো তো সব, ভোগ করছো যখন যা ইচ্ছে তা,
শেয়াল কুত্তা লেলিয়ে দাও যার তার পিছে, যতো নোংরামি অসভ্যতা।


খাচ্ছো ইচ্ছে মতন পলাও কুরমা, ফল ফলাদি, শিরনি পায়েস যতো,
পরের ধনে অন্যায় এই পোদ্দারি আর জমিদারি টিকবে বলো কতো।


তুমিই কেবল বীর বাহাদুর, পেশী ও পোষার জোরে শক্তিমান শাসক,
মাতৃভূমি সোনার বাঙলার সোনার এ লোকালয় করলে হাবিয়া নরক।


দু' দিন বাদে ক্ষণ ফুরালে দম হারালে পরাণ পাখি উড়ে দেবে ফাঁকি,
পরের যতো জায়গা-জমি, ভিটে-মাটি, দখলদারির রবে নাকি বাকি?


এসব লোভ লালসা ছেড়েছুড়ে ফিরো ন্যায়ের পথে, সময় আছে কিছু,
নয়তো পরে হারিয়ে সব ভিখারি এক দেশান্তর, কালো মুখখানি নিচু।