তোমার লাজুক লজ্জা বৃক্ষের নেই পত্র পল্লব,
সহসা বেহায়া হাসির হিস-পিস শব্দ কলরব।
তোমার অহমের সম পাহাড় সমুদ্র তো নেই,
দাম্ভিকতায় কাতরায় কেউ, হারায় সে খেই।
তোমার সুন্দর স্বর, মধুর সুর, ইশারার শিস!
সুখ পিয়াসী মুখ, মিষ্টি ভাষার আড়ালে বিষ!