দরজা' চৌকাঠ পেরুতেই দেখি বিশাল সাগর,
সারি সারি মরে ভাসছে অগণিত তিমি হাঙর।
কুৎসিত কিছু চিল এসে ঠুকরায় ভাসমান মাছ,
জলে ফানা যেনো বিষধর সাপের ফণার নাচ।
কিছু কাঠের টুকরো মরা জন্তু সহ ধেয়ে চলে,
সূর্যদীপ অস্তিত্ব হারাতে চলছে শেষ বিকেলে।
মধ্যরাতের গল্প! নাকি দুঃস্বপ্নের রক্ত-বমন!
মাটির বাটিতে রাখা ভাতপাতে দুষ্ট সংক্রমণ।
ঘেউঘেউ শব্দ দূষণ মারাত্মক ছোঁয়াচে হয়েছে,
পাহাড়ে ঢালুতে গড়িয়ে বালু কণা উদম নাচে।
ছাইয়ের ভেতর ঘুষে-ঘুষে যুবতী আগুন জ্বলে,
কে সে সাহস রাখে নেভাতে অনল দমকলে!
অজগর নিঃশ্বাসের মতো ব্যাপ্ত তপ্ত বৃষ্টিপাত,
নেতাদের সিদ্ধহস্ত বেহায়াপনার এ বাজিমাত।
মূল্যবান পাথর ছুঁয়ে ছুটে ঈগল পাখির ডানা,
অনুসারী দল ঘুমন্ত অতি, কে শুনে কার মানা।
মৃত শকুনের মাংসে কামড় বসায় কুকুর-ছানা,
দানাদার খাদ্যে অভ্যস্ত হচ্ছে স্তন্যপায়ী শুকুর।
আহত যোদ্ধারা ফিরে আসুক, সুদীর্ঘ প্রসারিত,
দিগন্ত উন্মোচিত সুনাম বয়ে আনুক কাঙ্ক্ষিত।