জীবন নদীতে ভাটার টান আজ,
            দিচ্ছে উঁকি ঐ বেলা ফুরাবার সাঁঝ।
এই তো সেদিন উত্তাল জোয়ারে-
              খুব ভাসিয়েছিলাম তরী, আহারে!
স্মৃতিদের আনাগোনায় ভারি হয়ে আসে অন্তর,
হারানো দিনগুলো ব্যথিত করে বুকের প্রান্তর।


জীবনের সেই শ্রেষ্ঠ সময়, ফেলে আসা সু-খ,
শৈশব কৈশোরে দৌড়ে এসে দেখা মা'র মুখ।


কারণে অকারণে কেবলই দোল খেয়ে যাওয়া-
মা'র আঁচল ধরে টেনে, বাবার বকুনি খাওয়া।
বাবার শাসন, মায়ের স্নেহ, হৃদয়ে দেয় নাড়া,
মা ডাক চিৎকারেও পাই না যে কোনো সাড়া।


স্মৃতিতে জমে থাকা ফেলে আসা সে দিনগুলি,
এই তো সেদিন মা খাইয়ে দিতো মুখে তুলি।