মিথ্যে মামলায় দশটা বছর!
রূপ পালটিয়ে-
পালিয়ে বেড়ানো, অতঃপর-
ঘরবাড়ি ছেড়ে-
বেতাল, ভোলে আপন পর,
জীবনের পায়ে-
ভর করা শরীর-
রোগে শোকে ভঙ্গুর, ভয়ঙ্কর।


নিঃশর্ত মুক্তি মিলেছে আজ,
মগজের মাথাটা খেয়ে লাজ
করতে শিখে গেছে নব কাজ
যদিও কপালে কুঁচকে ভাজ।


হাসিখুশি চেহারায় বিষণ্ণতার
স্পষ্ট বিচরণ চরণ তুলে তার
দিব্যি ঘুরে বেড়ায় খুব, আর
বাড়ে ব্যাপ্তি দীপ্তি অগ্নিশিখার।


বলো তো, কীবা এমন আছে-
অদৃশ্য শক্তি ক্ষমতার কাছে?
দারুণ বিচারের আচার নাচে!
সত্য রয় মিথ্যে হয়ে,
    মিথ্যে বুক ফুলিয়ে বাঁচে!


দীর্ঘশ্বাসে' পরিমাপ দেখ-তো,
নিক্তি ওজনে তা ভারী কতো?
কতো খ্যাপা ক্ষিপ্র গরম রক্ত
পুড়িয়ে দেয়-
   পা হতে মাথার খুলি শক্ত!


'বিচার' নামে এক পেঁচা দেখি
রাত্রি-দিন ঘুরে মরে একাকি!
অথচ, ভস্ম হয়ে ওড়ে, বাকি-
আগুনে পড়েও পুড়ে না নাকি!