কান পেতে শুনতে কি পাও কাতর হৃদয়ের আর্তনাদ?
আমার কাঠের শরীর পুড়ে পুড়ে জ্বালে সুখ সুসংবাদ!
অগ্নিশিখা ঘুষে ঘুষে জ্বালিয়ে রাখে স্বপ্নে নিপুণ বারুদ,
আমা' মোমের শরীর গলে গলে লিখে দেয় ঋণশোধ।
পুড়ে যাওয়া আঁখির বাঁকে আঁকি বিবেকের কারুকাজ,
শুভ্র ভোরে অঙ্কুরিত সাহস চষে সকাল সাঁঝের সাজ।
মরিচা ধরা মগজে শান দেই কিষাণের কাঁচির আঁচড়ে,
লৌহ খোলস খুলে রাখি রাখালিয়া মাঠ সাঁকো চড়ে।
মানুষের চোখের ভাষা হাসে ঠাট্টায় অট্টালিকার ভার,
অভাবে নিঃস্বরই বেশি ভয় এভাবে হারাবার বারবার।