সমস্ত মুখোশের ভারেই নুইয়ে পড়ছে মুখ,
দগ্ধ ক্ষতের আঘাতে ঝলসে যাওয়া বুক।
বিলাসী বারান্দায় নীরবতার গাঢ় চিৎকার
ঝুলে থাকে নিঃসঙ্গতার অমোঘ ব্যাকরণ,
চারিদিকে অগোচরে তন্ত্র-মন্ত্রহীন যন্ত্রণার
তীরে ফিরে আসার সমস্তই নিষ্ঠুর নিমন্ত্রণ।
শহরের অলিতে গলিতে আজ শুধু শোক!
প্রতিটি দেয়ালে বিশ্বাসঘাতকতারই অসুখ।