তোমার পায়ে লুটিয়ে মাথা ব্যথা ভুলার হোক গুপ্ত সুপ্ত সকল কথা,
কামনা মোর গড়ে উঠুক তোমার তরে এক আকাশ জমিন সখ্যতা।
হায়, আজ আছে কাল নাই, দু'দিনের তরে স্রেফ ক্ষণিকের সদাই,
কেবা আগে পরে বিস্মিত করে বিশ্বের মায়া দেয় বিদায়, অজানাই।
জগতে যেখানে যতো কিছু, বড়ো-ছোট উঁচু-নিচু, সমস্ত ধ্বংসময়,
কেবলি স্রষ্টা তুমি রবে চিরস্থায়ী চিরঞ্জীব, চীর উন্নত অম্লান অক্ষয়।
সব হবে শেষ, অবশেষ রবে তুমি অনন্ত অসীম, সমস্ত ধ্বংস লয়,
যা হবে হোক, ভয়ংকর প্রলয়, তবু মোর হোক জয়, পরম বিজয়।
এ মোর সাত আসমান সুখ, পরম পরিতৃপ্তি খোদা, অসীম দয়াময়,
সাক্ষাত সেদিন সমস্ত দুঃখ যাতনা বিলীন, বিশ্বাস গোটা বিশ্বজয়।