দিব্যি ভুলে যাই, ভোলে থাকি তোমায় সারা দিনমান,
তবু ভোলো না তুমি, তোমার দয়া সদা সচল বহমান।


এই দেহে, গোটা শরীরের সমস্ত রক্তে মাংসে বয় প্রভু-
সর্বদা তোমার দান, অনুগ্রহ অফুরান, ভোলে যাই তবু।


এমনি লক্ষ দিবস রাত, করিনি স্মরণ তোমায় মালিক,
একটা দিনও তবু করোনি নিরাশ, ওগো মোর খালিক।


আমার আমিকে- আজ সঁপেছি সর্বাত্মক তোমার ধারে,
আঁধারের হৃদয়ে দীপ জ্বালাও, আলোতে ভরাও তারে।


এমনি আলো আভায় আলোকিত করো অন্তর, ভিতর,
যেনো পাপের প্রাসাদ ভেঙে যায় কেঁপে কেঁপে থরথর।