কোঁয়াশা-ঢাকা উঁচুনিচু পথ পেরিয়ে,
শিশির ভেজা অনন্ত প্রান্তর মাড়িয়ে,
অসংখ্য দুয়ারেই তো নেড়েছি কড়া,
দেয়নি কেউ আবার দিয়েছে সাড়া।
আশ্রয় চেয়েছি যে ক্ষণিক করজোড়,
ফিরিয়ে দিয়েছে ভালোবেসে নিগূঢ়,
চায়নি কেউ কাছেই নিতে কভু ভুল,
বাড়িয়েছি পা ফের, পথ তবু সঙ্কুল।
মূলত কেউ কাউকে দেয়-না আশ্রয়,
কিছু দরোজা ফিরিয়েছে হিন্দুয়ালয়,
কেউ খৃস্টান হওয়ায় খুলেওনি দুয়ার,
বৌদ্ধরা খুলেই ঠাস বেঁধেছে আবার।
মুসলিম যারা তাদেরও বেশ অনিহা,
শিয়া সুন্নি অহাবি বহু বিস্তর সমীহা,
আরো দলে দলে বিভক্ত বিস্তৃত রূপ,
সজাতি সগোত্র নই তাই সবাই চুপ।
মূলত মানুষে কেউ সাহায্যই করেনি,
দ্বন্দ্বে খণ্ডেখণ্ডে দণ্ডিত এ'গোটা ধরণী।