ভেদাভেদ কেনো এতো, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রীস্টান!
জীবন ও ন্যায় বিচারে সকলের অধিকার সমান সমান।
ধর্ম যার যার, সজ্ঞান নিজ কর্মযজ্ঞে মত্ত যে যার মতো,
হানাহানিতেই ব্যস্ত যারা, নিজ ধর্মে ধার্মিক নয় ততো।
সকলের তরে সঁপি অনুরোধটুকুন, হৃদয় উজাড় করে,
নিজ ধর্মের খাঁটি অনুসারী হই আগে, পরের ধর্ম পরে।
সত্যি যদি ধর্মকে জেনে বুঝে ভালো ধার্মিক হয় কেউ,
অন্যের ধর্ম ও কর্মের প্রতি অতি শ্রদ্ধাশীল হবে সে-ও।
কোনো ধর্ম বলেনি সুদ ঘোষ রক্তপাত, ব্যভিচার বৈধ,
সত্যিকার ধার্মিক হলেই তাই সমাজ হবে সুন্দর, শুদ্ধ।