ভেবো না বাবু বুঝো অনেক কিছু,
সে ভুল, ভীষণ ভুল, ভুলেরও উঁচু।
পর ধন ক্ষমতা মন চেয়ো না কভু,
চেয়ো না যদিও পাবে সহজে তবু।
অন্যের ধনে ধনী ভেবে বোকা মন
অজান্তেই তুমি হেরে যাবে কখন!
পরের বলে বলিয়ান কতো মানুষ-
নিজের পায়ে কুড়াল খেয়ে বেহুঁশ।
অবুঝ মনটা কী ভাবে ক্ষণে ক্ষণে,
না জেনে না বুঝে মরে সে পরাণে।
ছাড়ো য্তো চাওয়া পাওয়া জটিল,
পার্থিব সাফল্যে হয়ো না গরমিল।