যা বলবে শুনবেই স্রেফ, মুখ বন্ধ,
যা দেখো চেয়ে রও, যেনো অন্ধ।
একদম থাকো চুপচাপ, স্বর নরম,
চা চেটে যাও যত্নে হরেক রকম।


কী খাবে কী নিবে আদেশ যেমন,
কী পরবে কী ধরবে তাও তেমন।
কেমন করে বসবে শুবে নির্দেশনা,
কতোটা সহ্য করবে নীরব যন্ত্রণা।


চুপ একদম চুপ, বুদ্ধি খাটিয়ো না,
ঝুঁকো খুব পায়ের কাছে একটানা।
খবরদার, ভিন্ন ভাববে না একদম,
মন লাগিয়ে পা চাটে যাও হরদম।