বরফ গলার মতো করে যদি দুঃখরা গলে গলে-
চোয়াল বেয়ে বয়ে যেতো লোনাজলের স্রোত,
তবুও ভালো।
আঁধার কালো-
অমার রাতগুলো যদি হতো সোনালী আভায় শেষ,
তৃপ্তির হাসি হেসে দিন শেষে হতেম শূন্যে নিঃশেষ।
                                 সেই বেশ, সেই বেশ।
হিমালয় না গলুক, দুঃখরা গলুক।
                হিমালয় গলুক, তবুও দুঃখরা গলুক।