দিয়ো হৃদয়ের পরিধিময় আস্ত বিস্তর একটা গোলাপ বাগান গড়ে,
বরং মৃত্যুর রঙ নিয়ে প্রতিটা গোলাপ ফুটুক গোটা আঙিনাজুড়ে।
সুন্দরে সৌরভে তবে সুবাসিত হোক অন্তর বাহির, তোমাতে নত শির,
চিত্তে ভাসুক নিত্য তুমি, না যতো চাওয়া পাওয়া মায়ার বাঁধন ধরণীর।
মর্ত্যে যতো অর্থ বিত্ত ক্ষমতা লোভ লালসার বৃত্তে ভৃত্য দশা মন,
মুক্ত করো মুনিব, যুক্ত করো মোরে ভালোবাসার তরে, আমরণ।
জীবনের ক্ষণেক্ষণে তোমারি চরণে নতশির, যেনো সত্যের পথে অবিচল,
সকলের হৃদয়ে গোলাপের সৌরভ পোঁছাবো যেনো, দৃঢ় করো মনোবল।
ভালোবাসায় মিশে যেতে চায় উজাড় করে মানবের তরে, ভগ্ন হৃদয়,
অশ্রুসিক্ত নয়নে গোলাপের কাঁটা জাগিয়ে তুলুক তুমুল মৃত্যুভয়।