এই যে বয়স বাড়ে...
এক দুই তিন করে ক্ষণ দিন মাস বছর।
বস্তুত আমি বুড়িয়ে যাই,
খুব নীরবে ফুরিয়ে যাই।
হায়াতেরই মোমখানা গলে গলে শেষ,
জ্বলে-জ্বলে ধীর ক্ষয় হয় তুচ্ছ বয়েস।
বস্তুত এভাবে এক পা, দুই পা করেই-
আমি মৃত্যুর খুব নিকটে গিয়ে দাঁড়াই।
আমি তো রিক্ত হই, শূন্য হই নিয়তো,
বিরহ বেদনায়- হৃদয় ক্ষতো বিক্ষতো।