রক্তাক্ত হাতে কে পরাবে বেড়ি!
নদীতে উঠবে না সফেদ ফেনার ঢেউ,
আকাশ সমান মেঘ দেখবে না কেউ।
নিজের মুখ আঁচড়ে ফেললে ফের
বমি হবে কুৎসিত-কদাকার চেহারায়।
প্রতিবাদ করে কি আর শ্লোগান দিবে?
নাকি রসের হাঁড়িতে মাছির মতো-
             মরে পড়ে থাকবে নিশ্চুপ?
বৃষ্টির দিন শেষ হয়ে এলে ঘুম ভেঙে
কেউ কেউ দেখে নিবে পুকুরের জল।
মা'র হাতের চুড়ির খাঁজে ময়লা দাগ
কারো খুব ভালো লাগার কারণ হয়।
অতি প্রশ্রয়ে বেঁকে যাওয়া নির্বোধ এক
বালকের ঝরে পড়ার ইতিহাস গভীর।
কেউ প্রতিবাদ করুক-
সত্য প্রতিষ্ঠার পথে এগিয়ে যাক দুর্বার।