বৃষ্টির তালে মাতাল হয় দৃষ্টি,
নিস্তব্ধ হয়ে পড়ে শ্রবণেন্দ্রীয়,
গন্ধহীন হয়ে যায় ঘ্রাণেন্দ্রিয়,
নিস্তেজ হয় অন্যান্য ইন্দ্রীয়ও!
দৃষ্টির সীমানায় আনমনা সৃষ্টি-
হয় বিশদ এক অনিন্দ্য সিন্ধু,
বিন্দু বিন্দু ঝরে পড়ে যেনো-
একেকটা ভেজা ভারি আকাশ,
বাতাসের গায়ে মাখিয়ে দেয়
শীতল স্নিগ্ধ সুমিষ্ট কিছু স্নেহ,
স্পর্শে ছুঁয়ে যায় কী বিশুদ্ধতা!
বিস্তীর্ণতায় বিমুগ্ধ বিশালতা!!


বৃষ্টির শব্দে অন্যান্য শব্দরাও
ঝিমিয়ে ছন্দহীন হয়ে পড়ে।