ঐ দূর দ্বীপ সিন্ধুর নিভেছে প্রদীপ আলো,
ঝাঁপিয়ে নেমেছে আকাশ এক বুক কালো,
পুতুল খেলার সেই দিন নেই আজ ভালো,
যদি পারো হৃদয়ে' দেয়ালে আলো জ্বালো।


চারিধারে শতো শতো পড়ে আছে কেবল
ঝরে পড়া শুভ্র ফুলের মতো শতো শবদল,
এ কেমন হায় আনিত নিয়তির খেলা বল,
কঠিন অশ্রু গোপনে কাঁদে বুকে দাবানল।


পথ ভোলে পথিক এসেছিলো সে এ'পথে,
হামাগুড়ি হেঁটে, ওড়ে দৌড়ে বা চড়ে রথে,
দলে দলে দলিত, কাঁটার আঘাতও তাতে,
বলো, এমন ঝরা ফুলের মালা কে গাঁথে!