আজ প্রতি মুহূর্তে প্রতিক্ষণে কোথা না কোথাও আক্রান্ত হচ্ছে মানবতা।
ঝরছে প্রাণ, বইছে রক্ত, নস্যাৎ হচ্ছে হাজার বছরের সাজানো সভ্যতা।
প্রতিদিন, প্রতি রাত, পৃথিবীর কোনো না কোনো স্থানে গগন বিদারী-
চিৎকারে ভারী হচ্ছে সমস্ত আকাশ-বাতাস, বুটের তলায় পিষ্ট মানবতা।
তারা শান্তির ব্যানারে রক্ত নিয়ে খেলে, উল্লাস করে, মন্ত্রমুগ্ধ যুদ্ধ করে।
তারা মাখনের স্বাদ বাড়াতে মানব মাংস গলা রক্ত পুঁজ মিশায় সহাস্যে।
তারা জিহ্বার স্বাদ বাড়াতে পোড়া মানুষের মাংস ও চর্বি সেবে নিয়মিত।
তারা সন্ধ্যার সৌন্দর্য বর্ধনে মানবতার আর্ত চিৎকার মেশায় সংগীতে।
তারা পানপাত্রে মাতাল হতে গঢ়গঢ় ঢেলে নেয় দুধের শিশুর লাল রক্ত।
তারা মাতাল, আকাশ-পাতাল এক করে তছনছ করে মা-বোনের সম্ভ্রম।
তারা পিশাচের দল, হৃদয়হীন-মনুষ্যত্বহীন বর্বর, হীন-নীচ, ঘৃণ্য-জঘন্য।
তারা মানবতা-বিরোধী, মুখোশধারী, অতীব ভয়ঙ্কর, ভদ্রবেশী শয়তান।
তারা অসভ্য, বেহায়া, অস্ত্রের ঝনঝনানিতেই পৃথিবী শাসন করতে চায়।