কতো ফুলের দোকান মোড়ে মোড়ে এ নগরে!
কতো-শতো ফুলের পসরা সাজানো থরে থরে।
কতো সুবাসে ভরা ফুলের মেলা, রঙ বাহারি,
লাল কালো নীল শাদা হলুদ বেগুনি মনোহারী।


দিব্যি কিনছে কেউ আসছে যাচ্ছে কতো জন,
ভাবি-
কতোটা ভালো মানুষ তারা, কতো সুন্দর মন।
আসলে কি তাই- বুঝে না পাই, ভাবি নিশ্চুপ,
একই মানুষ বহুরূপী রূপ, বুঝি না মনুষ্য রূপ!


কেনো ফুল ভালোবাসা এতো মানুষের শহরে
নিরাপদে ফিরতে পারে না মানুষ আপন ঘরে!
কেনইবা কারো মেয়ে, কারো স্ত্রী ভগিনী মাতা
সঙ্কোচে হাটে হাট-বাজারে মাঠে-ঘাটে আদৌ।
কেনো-বা বিধবা যুবতী ঘুমাতে পারে না ভয়ে!
কাঁদে ধর্ষিতা কুমারীর মা আড়ালে রয়ে রয়ে!


কারো হাতে স্নিগ্ধ গোলাপ দেখলেও মনে হয়-
লাল-রঙ পিস্তল হাতে সে কোনো খুনি, নির্দয়।
কারোর হাতে রজনীগন্ধাও মনে হয় তলোয়ার,
সুযোগ বুঝে টুকরো করে দিবে এপার-ওপার।


রঙ গন্ধ আকার দেখে যদি সব ফুলের মতো-
ভিন্ন মনের, ভিন্ন আচরণের-
                 ভালো মন্দ মানুষ চেনা যেতো!