ক্ষোভ!
আছো পড়ে খুব-
কীসের মায়ায়?
কোন সে' মায়ার ছায়ায়?
কী ভেবে বিভোর-
গোটা ভোর দুপুর!
কপালে ভাঁজ,
কীসে বলো আজ-
লাজহীন এতো টান!
হৃদয় আনছান।
বাঁধা পড়ে আছে প্রাণ?
চারিদিকে মাটির ঘ্রাণ।
অতৃপ্তির সুর!
ছেড়ে যেতে হবে সব,
এই মিছে মায়া নীরব,
প্রিয়জন প্রয়োজন,
মিছে সব আয়োজন,
বহুদূর, দূর অচীনপুর।
সে এসে অবশেষে,
নিমেষে নিঃশ্বাসে,
নিয়ে যাবে পরদেশে,
আত্মার আকাশে,
বেদনা বিধুর।