ঘাটে এসে পড়েছে ছায়ার ছদ্মবেশ,
জলে খেলা করা আলোর নিরুদ্দেশ।
অতর্কিতে চেঁচায় বাতাসের ঝাপটা,
হাত তুলে সাক্ষ্য দেয় কালো রাতটা।


এ আঁধারে ক্ষয় হয়ে যাবে দীর্ঘ ঘুম
কিম্বা নিত্য আলাপেই ফুটবে কুসুম।


পাখির ঝাঁক উড়ে যেতে যেতে বলে
নিষ্প্রদীপ রাতের আঁধারে বয়ে চলে
ভোরের কণ্ঠ চেপে দুঃসহ দুঃসংবাদ,
ডোবা ভরা গলিত লাশের আর্তনাদ।