অজস্র অমানুষের ভিড়েও কিছু যে মানুষ বাঁচে,
মানুষ দু'চোখে স্বপ্ন নিয়ে গভীর সুখেতে নাচে।


আসলে কেউ তো অপরাধী নয়, আপন চোখে,
অনাগত কালের কাছে কেউ খুব বাঁচতে শেখে!


মন ছুঁয়ে বিসর্জন শান্ত ঘুমিয়ে পড়লে মুখ তুলে-
চুষে নেয় ইতিহাসের প্রত্যক্ষ রক্তপাত অকালে,
একটার পর একটা সীমানা প্রাচীর ভেদ করেই-
ঢুকে পড়ে কবিতার পঙক্তিমালা ঘুমের ঘোরে।


চোখের জলের কাছে ভেসে আসে একটা লাশ!
সময়ে ঋণশোধে প্রতিজ্ঞায় দীপ জ্বালে আকাশ।


মানুষ!
চিরদিন দুঃখের দীপ জ্বেলে অকালে ফিরে যায়-
নিশিতে প্রভাতে, একা হাতে জনশূন্য শূন্যতায়।


পৃথিবীর ঘুম ভেঙে গেলে সূর্য জ্বালাবে নিজেকে,
ধ্রুবতারায় ছেঁড়া পথের নিষেধাজ্ঞা খোঁজবে কে?