খোলা বারান্দায় আজ ভাবি বসে এ শুভ্র সকাল,
সূর্যটা আসছে এভাবে একই নিয়মে কতো কাল!
রোজ রোজ একই নিয়মে পূর্ব হয়ে পশ্চিমে অস্ত,
সুকৌশলে কে করেছে তারে মহা দায়ভার ন্যস্ত!
পুবাকাশে লালিমা উড়িয়ে বেরিয়ে আসে সূর্য-টা,
যতো হোক আঁধার কালো শতো মেঘের ঘনঘটা।
দিন সারা পুড়িয়ে তাপে, ঘটায় আলোর বিচ্ছুরণ,
ব্যাঘাত ঘটে না নিজস্ব নিয়মে আপন কক্ষে ঘূর্ণন।
ইচ্ছে মতোন উদয় অস্ত, চলাচলে নেই অজুহাত,
হঠাৎ কখনো ঘটেনি অন্য গ্রহ-উপগ্রহের সংঘাত।
ভাবছি- কার নিয়ম বিধান মানছে কড়া সূর্য মামা,
সৃষ্টিকর্তার নির্দেশে এ চক্রচলন তার আমলনামা।