কাল খুউব চমৎকার একটা ভোর হবে,
ভোরের সোনালি রূপালি আলো এসে
রাঙিয়ে দিয়ে যাবে আমার সদর দ্বার।


হয়তো রবো না সে ভোরে সাক্ষী হয়ে,
অথবা সোনালি রূপালি সেই রোদ্দুর-
আমাকে আর কখনো গ্রহণ করবে না।


এমনও তো হতে পারে-
কোনো সকালই আর আসবে না পরে,
মিশেই যাবো রাতের গাঢ়তর আঁধারে।