ডাকনামে ডাক হাঁকার মুখগুলো লোকগুলো মানুষগুলো হারিয়ে যায়-
দিনদিন, নিজ নিজ নিখোঁজ হয়ে যায় অজানায়।
মুখগুলো লোকগুলো মানুষগুলো!
যেনো কেমন ধীরে ধীরে মরীচিকা, অচেনা মরুভূমির বিভ্রম প্রান্তর।
দীর্ঘদিন করোনার মৃত্যু পরোয়ানা জারির পর-
ঘর থেকে বেরিয়ে যেমনটা অচেনা মনে হলো-
                                              চীরচেনা এই শীতল শহর।
আজ ডাকনামের একটা সুদীর্ঘ তালিকা নিয়ে বেরিয়ে পড়ি,
ঘুরে ঘুরে ভবঘুরে দেখি অদেখা আধেক শহর, গোটা নগর।
কোথাও কাউকেই পেলাম না, যাকে ডাকনামে ডাকি, দিনভর-
ফাঁকি দিয়ে হৃদয় জলোচ্ছ্বাসে ভাসিয়েছে অন্দর আঁখি' বন্দর।