মানুষে মানুষ চায় আশ্রয়,
পরস্পরে ভীত সন্ত্রস্ত রয়।


অথচ সর্বময় ক্ষমতা যার,
একমাত্র মালিক আত্মার,
তাঁর হাতে সঁপে না জীবন,
বেখেয়াল ভুলে যে স্মরণ,
করে না তো নির্ভয় নির্ভর,
যদিও সে প্রকৃত শক্তিধর।


মানুষে ভয় ভুলে একবার
সাহায্য চাও এক আল্লা'র,
দু'হাত পাতো তাঁর পানে,
কী সুখ স্বস্তি পাবে প্রাণে।


সুখে দুঃখে সবসময় তিনি
তবু পাশে থাকে সর্বক্ষণি,
যে-ই আস্থার সহিত ডাকে,
দৃশ্যমান সাড়া দেয় তাকে।


যে ভরসা রাখে আল্লাহয়,
তিনিই তার সমস্ত সহায়।
যে করেছে আত্ম-সমর্পণ,
ধন্য তার জীবন ও মরণ।