ধূলির প্রলেপ পড়ে ভারি একটা খাতা-
পড়ে আছে বাগানে টবে উপুড় মাথা।
ভয়ে ভয়ে খুলি এক দুই তিন চার পাতা,
ঝাপসা লেখায় অনেক কিছু, স্বপ্নগাঁথা।
বাতাসে উল্টে পরের পাতায় ওঁৎ পাতা
আছে রঙিন কালিরও কিছু দুঃখ ব্যথা।
ছেড়া পাতা আঁঠায় আটকানো কবিতা,
ভাবছি কে ভীষণ যতনে লিখেছে কথা।
দীর্ঘদিনের খাতা মাটির হয়েছে সখ্যতা,
জং ধরা নিব এক কলমও আছে গাঁথা।
কাগজে কলমের সম্পর্কে দীর্ঘ বৈরিতা,
লিখনীতে বুনে না সুখ শখ দুঃখে কাঁথা।
কাটা ছেঁড়া কাগজ মৃত কলমে জড়তা,
এভাবে রাত জাগে দিন গোনে যে বৃথা।